অধ্যক্ষের বাণী
নলতা আহছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসা নলতা শরীফ, কালিগঞ্জ, সাতক্ষীরা। "আলহামদুলিল্লাহি রাব্বিল আলামীন। ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসুলিহিল কারীম।" নলতা আহছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার ওয়েবসাইটে আগত সকল শুভাকাঙ্ক্ষী, সম্মানিত অভিভাবক, প্রিয় শিক্ষক-শিক্ষিকা এবং স্নেহের শিক্ষার্থীদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এ প্রতিষ্ঠানটি পীর কেবলা হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর স্মৃতিধন্য পুণ্যভূমি নলতা শরীফে প্রতিষ্ঠিত। ইসলামী শিক্ষা ও আদর্শের প্রচার-প্রসারের মাধ্যমে সমাজকে আলোকিত করার মহান ব্রত নিয়ে এই মাদরাসা যুগ যুগ ধরে ইলমে দ্বীনের খিদমত করে আসছে। আমাদের লক্ষ্য হলো এমন এক প্রজন্ম তৈরি করা, যারা কুরআন-সুন্নাহর জ্ঞানে আলোকিত হয়ে ইহলৌকিক জীবনে সফলতার পাশাপাশি পরকালীন মুক্তির পথ খুঁজে নেবে। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে, ধর্মীয় শিক্ষা ও জাগতিক জ্ঞান—এ দুটির সমন্বিত শিক্ষাই একজন শিক্ষার্থীকে পূর্ণাঙ্গ মানুষ হিসেবে গড়ে তুলতে পারে। সেই লক্ষ্যেই আমাদের মাদরাসায় ইসলামী শিক্ষার পাশাপাশি আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিনির্ভর শিক্ষাব্যবস্থার বাস্তব সমন্বয় করা হয়েছে। আমাদের শিক্ষক-শিক্ষিকাগণ অত্যন্ত নিষ্ঠা ও আন্তরিকতার সাথে শিক্ষার্থীদের মাঝে জ্ঞানের আলো ছড়াতে নিরলস পরিশ্রম করে চলেছেন। বাংলাদেশকে 'স্মার্ট বাংলাদেশ' হিসেবে গড়ে তোলার যে স্বপ্ন বর্তমান সরকার দেখছে, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরাও প্রযুক্তির মহাসড়কে যুক্ত হতে পেরে আনন্দিত। আমাদের এই ওয়েবসাইটটি শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে দ্রুত এবং কার্যকর যোগাযোগ স্থাপন করতে সহায়ক হবে। এর মাধ্যমে আপনারা মাদরাসার সকল নোটিশ, পরীক্ষার ফলাফল এবং গুরুত্বপূর্ণ তথ্য সহজে জানতে পারবেন। আমি মহান আল্লাহর দরবারে এই মাদরাসার সার্বিক সাফল্য ও উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। সেই সাথে সম্মানিত পরিচালনা পর্ষদ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক, শিক্ষার্থী এবং নলতা শরীফের সকল হিতৈষীর আন্তরিক সহযোগিতা প্রত্যাশা করছি। আল্লাহ আমাদের এই প্রচেষ্টা কবুল করুন এবং নলতা আহছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসাকে দ্বীন ও জাতির সেবায় আরও শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কবুল করুন। আমীন। মাওলানা রমিজ উদ্দিন অধ্যক্ষ নলতা আহছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসা নলতা শরীফ, কালিগঞ্জ, সাতক্ষীরা।