গভর্নিং বডির সভাপতির বাণী
"বিসমিল্লাহির রাহমানির রাহিম" নলতা আহছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসার ওয়েবসাইটে যুক্ত হওয়া সকল সম্মানিত অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীকে জানাই আন্তরিক শুভেচ্ছা। দক্ষিণবঙ্গের এই পুণ্যভূমি নলতা শরীফ-এ আমাদের এই প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছে সমাজ সংস্কারক, শিক্ষাবিদ ও আধ্যাত্মিক সাধক হজরত খানবাহাদুর আহছানউল্লা (র.)-এর "স্রষ্টার ইবাদত ও সৃষ্টির সেবা" এই মহান আদর্শকে সামনে রেখে। গভর্নিং বডির সভাপতি হিসেবে আমার মূল লক্ষ্য হলো এই ঐতিহ্যবাহী মাদ্রাসার সুনাম ও আদর্শকে অক্ষুণ্ণ রেখে এর সার্বিক মানোন্নয়ন নিশ্চিত করা। আমরা বিশ্বাস করি, দ্বীনি শিক্ষার সাথে আধুনিক জ্ঞান-বিজ্ঞানের সমন্বয় সাধনই বর্তমান যুগের দাবি। আমাদের মাদ্রাসা এই দুই ধারার শিক্ষাকে সমন্বিত করে এমন এক প্রজন্ম তৈরি করতে অঙ্গীকারবদ্ধ, যারা সৎ, যোগ্য, দেশপ্রেমিক এবং একইসাথে তথ্যপ্রযুক্তিতে দক্ষ হবে। বর্তমান সময়ে ডিজিটাল প্রযুক্তির গুরুত্ব অপরিসীম। মাদ্রাসা কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করার জন্য এই ওয়েবসাইটের ভূমিকা অনস্বীকার্য। এই ওয়েবসাইটের মাধ্যমে গভর্নিং বডি, অধ্যক্ষ, শিক্ষক এবং অভিভাবকবৃন্দের মধ্যে কার্যকর যোগাযোগ নিশ্চিত হবে, যা আমাদের লক্ষ্য অর্জনে সহায়তা করবে। আমরা মাদ্রাসার অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকামণ্ডলী এবং নিবেদিতপ্রাণ কর্মকর্তা-কর্মচারীদের নিরলস প্রচেষ্টাকে সাধুবাদ জানাই। একই সাথে, প্রতিষ্ঠানের শৃঙ্খলা, শিক্ষার পরিবেশ ও ধারাবাহিক সাফল্য বজায় রাখার জন্য আমি সকলের আন্তরিক সহযোগিতা ও মূল্যবান পরামর্শ কামনা করছি। ইনশাআল্লাহ, নলতা আহছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসা আগামী দিনগুলোতেও জ্ঞানের আলো ছড়িয়ে যাবে এবং জাতীয় অগ্রগতিতে বলিষ্ঠ ভূমিকা রাখবে। আল্লাহ হাফেজ। মোঃ রফিকুল ইসলাম সভাপতি গভর্নিং বডি নলতা আহছানিয়া দারুল উলুম ফাজিল মাদ্রাসা নলতা শরীফ, কালিগঞ্জ, সাতক্ষীরা।